আজ জেলা বাসির পাওনা বা চাহিদা পুরনের লক্ষে পিক লাইন সিক লাইন।

0
52

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- স্বাধীনতার পর থেকে দক্ষিণ দিনাজপুর জেলা ছিল দূরে ভ্রমণের বা অসুস্থ রোগী বাইরে নিয়ে যাতায়াতের জন্য রেল থেকে বঞ্চিত। এই রেল প্রকল্প নিয়ে অনেক রাজনৈতিক দলের প্রতিশ্রুতি দিয়ে আসতেন ভোটের আসন নিয়ে। দক্ষিণ দিনাজপুর জেলাবাসিকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর দিয়ে আসতেন রাজনৈতিক দলের নেতা কর্মীরা।ভোটে জয়লাভের পর সব ভুলে যেত প্রতিশ্রুতির কথায়। ২০০৪ সালে লালু প্রসাদ যাদব রেল মন্ত্রী থাকা কালীন প্রথম চালু হয় এক লাখি রেল।তখন থেকে শুরু হয় দক্ষিণ দিনাজপুর জেলায় রেল চালু।এরপর আর কেউ ঘুড়েও তাকিয়ে দেখেনি কেউ।পরবর্তীতে বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার সাংসদ এ গেলে একের পর এক রেল উপহার দেন জেলাবাসিকে।
আজ জেলা বাসির পাওনা বা চাহিদা পুরনের লক্ষে পিক লাইন সিক লাইন।আজ সকালে কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার উক্ত পিকলাইন সিকলাইন ইঞ্জিন চালিয়ে লাইন পরিদর্শন করেন,পুরিদর্শন শেষে তিনি যানান আগামী বছর থেকে দূর পাল্লার ট্রেন চালান সম্ভব হতে পারলে,যদি সব কিছু ঠাক থাকে।
বালুরঘাট বিজেপির সমির প্রসাদ দত্ত জানান,পিকলাইন সিক লাইনের কাজ বাস্তবায়নে সুকান্ত দার অবদান অতুলনীয়। আগামী লোক সভা ভোটে লড়াইবে সুকান্ত দা বলে জানান বিজেপির দাবি।