সুজিত বোসের শুভেন্দুর বিরুদ্ধে মন্তব্যের পরিপ্রেক্ষিতে খড়গপুর থেকে মুখ খুললেন দিলীপ ঘোষ।

0
88

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শুভেন্দুর বিরুদ্ধে সুজিত বোস যা মন্তব্য করেছেন তারই পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ, শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে প্রাতব্য মনে বেরিয়ে খড়্গপুরের বগদা এলাকায় চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, তিনি বলেন যে প্রমাণিত হবে চোর সেই চোর, অন্যদিকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সুপ্রিমকটে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ এই দিন বলেন আর কোথায় কোথায় যাবেন এবার তো ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে, হাইকোর্ট,সুপ্রিম কোর্ট তো হয়েই গেছে, কোর্টে গিয়ে বাঁচা যাবে না যাদের বিরুদ্ধে নাম এসেছে তাদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, কোর্ট করতে করতে কোর্ট করতে করতে সারা জীবনই কেটে যাবে, অন্যদিকে এক সরকার এক এক দেশের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তারই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন GST মানেননি হয়ে গেছে,D মনিটেশন মানেননি হয়ে গেছে, রাম মন্দির মানেন নি, রাম মন্দির হয়ে গেছে, উনি কি মানছেন বা মানছেন না তাতে যে কিছু যায় আসে না, উনাকে সাধারণ মানুষ মানছেন কিনা আগামী ২৪ এর ভোটেই দেখা যাবে, পাশাপাশি ED,সিবিআই এর তৎপরতা নিয়েও মুখ খুললেন দিলীপ ঘোষ, সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে তাছাড়া দেশেও এইরকম ঘটনা ঘটেনি বলে কটাক্ষ দিলীপ ঘোষের, পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে রাজ্য প্রশাসন নিয়েও করলেন দিলীপ ঘোষ।