বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী তথা বিজেপি বালুরঘাটের সংসদ তিনি তার দলের সদস্যদের নিয়ে বালুরঘাটের রগুনাথপুরে রঘুনাথপুর মন্দিরে স্বচ্ছ অভিযান চালান।

0
85

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-  স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে আজ সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী তথা বিজেপি বালুরঘাটের সংসদ তিনি তার দলের সদস্যদের নিয়ে বালুরঘাটের রগুনাথপুরে রঘুনাথপুর মন্দিরে স্বচ্ছ অভিযান চালান। প্রতিষ্ঠার উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাটে উক্ত কার্যক্রম বলে মনে করেন অনেকে। সেই লক্ষ্যে আজ আজ সকালে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে বালুরঘাটে অনাথপুর মন্দির। সেখানে গিয়ে রাম সীতা প্রণাম করেন পুজো দেন। সেই সাথে মন্দিরে করুন অবস্থা দেখে নিজেই ঝাটা তুলে নেন কর্মী সমর্থকদের সঙ্গ নিয়ে পরিষ্কার করতে করেন।এবং পরিস্কার শেষে শেষে তিনি বলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে সকল জন্সাধান তাদের সন্তান দের নিয়ে এসে সময় কাটাতে পাড়বেন।।।