নিজস্ব সংবাদদাতা, মালদা:- ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের পরিচালনায় রবিবার পুরাতন মালদার ভাবুক অঞ্চলের পূর্ববাঞ্জাপাড়া ময়দানে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ৭ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এদিন পুরাতন মালদার আটমাইল থেকে পূর্ববাঞ্জাপাড়া ময়দান পর্যন্ত ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৭ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেন জেলার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও প্রতিযোগিতারা। তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের আর্থিকভাবে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার হিসেবে ৫ হাজার, দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ হাজার, তৃতীয় পুরস্কার হিসেবে ২ হাজার এবং বাকিদের সান্তনা পুরস্কৃত করা হয়।
এছাড়াও ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের উদ্যোগে এদিন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন কোচিং সেন্টারের শিক্ষকেরা এবং পরবর্তীতে ছাত্রছাত্রীর জন্য খেলাধুলা ও আকর্ষণীয় মহিলাদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি জানা গেছে, উক্ত অনুষ্ঠান ছাড়াও এদিন সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে সচেতনতা মূলক শিবির করা হবে।
Home রাজ্য উত্তর বাংলা ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের পরিচালনায় রবিবার পুরাতন মালদার ভাবুক অঞ্চলের পূর্ববাঞ্জাপাড়া ময়দানে...