শুধুমাত্র নাম মাহাত্ম্যর কারণেই বালুরঘাটের গঙ্গাসাগর গ্রামটি আজ পরিণত হয়েছে পূর্ণ্যতীর্থ হিসেবে।

0
65

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাটঃ- শুধুমাত্র নাম মাহাত্ম্যর কারণেই বালুরঘাটের গঙ্গাসাগর গ্রামটি আজ পরিণত হয়েছে পূর্ণ্যতীর্থ হিসেবে। এই গ্রাম দিয়ে বয়ে যাওয়া আত্রেয়ী নদীতে গত ৪০ বছর ধরে মকর সংক্রান্তির বিশেষ রাশিতে পূণ্যস্নান করে আসছেন বালুরঘাট ব্লক সহ বিভিন্ন প্রান্তের পূর্ণার্থীরা। গঙ্গাসাগর গ্রামে এই স্নান ও মেলাকে ঘিরে উৎসবের আবহ।
প্রাচীন রীতি অনুসারে দক্ষিন চব্বিশ পরগণা জেলার গঙ্গাসাগরে স্নান চলে আসছে। সেখানে প্রতিবছর সমাগম হয় দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ তথা পূর্ণার্থীর। কিন্তু ইচ্ছে থাকলেও আর্থিক অসঙ্গতি, বয়স কিংবা অনান্য নানাবিধ সমস্যায় সেখানে গিয়ে পুণ্যস্নান করা হয়ে ওঠেনা বহু ধার্মিক মানুষের। পূর্ণ্য অর্জনের সেই আকাঙ্ক্ষা যেন বিকল্প পথ রের করেছে এখানে। দক্ষিণ দিনাজপুর জেলার হাজার হাজার মানুষের কাছে এই মুহুর্তে বালুরঘাটের জলঘর গ্রামপঞ্চায়েতের আত্রেয়ী নদী পারের গঙ্গাসাগর এলাকাটি পূণ্যক্ষেত্র হয়ে উঠেছে শুধু নাম মাহাত্ব্যের কারণেই। সেখানে মকর সংক্রান্তিতে হাজারো মানুষের স্নানকে কেন্দ্র করে বসেছে বিরাট মেলা। কয়েকদিন ধরে চলে নামসংকীর্তন।