পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – সাধারণ মানুষকে সচেতন করতে এবার রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুল থেকে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির পাড়ি দিচ্ছেন প্রধান শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায়। তিনি খানাকুলের মাছপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক। শিশু নির্যাতন বন্ধ, বাল্যবিবাহ বন্ধ, গাছ লাগান প্রাণ বাঁচান এই সামাজিক বার্তাগুলোকে নিয়ে তিনি খানাকুল থেকে যাত্রা শুরু করেছেন অযোধ্যার রাম মন্দিরে। এর আগেও বিভিন্ন খেলায় ও মেলায় বহুরূপী সেজে এই সামাজিক বার্তা গুলি তিনি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে প্রধান শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায় জানান, মূলত মানুষকে সচেতন করতেই তারই সামাজিক বার্তা গুলি প্রচারের জন্যই পায়ে হেঁটে অযোধ্যার রাম মন্দির পৌঁছাবেন। এর আগে ওই সামাজিক বার্তা নিয়ে তিনি দিল্লি, দার্জিলিং পাড়ি দিয়েছেন পায়ে হেঁটে। তিনি আরো জানান, শিশুরাই আমাদের আগামী ভবিষ্যৎ তাই বাল্যবিবাহ বন্ধ করে সামাজিক জীবনে ফিরিয়ে আনতে হবে পাশাপাশি শিশুদের উপর নির্যাতন বন্ধের কথাও তিনি জানান। তাই রাম মন্দির উদ্বোধনের দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ সেই উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত থাকবেন বলেই সমাজ সচেতন সামাজিক বার্তাগুলি প্রচারের জন্যই রাম মন্দির যাচ্ছেন।
Home রাজ্য দক্ষিণ বাংলা সমাজ সচেতনতা বার্তা নিয়ে পায়ে হেঁটে অযোধ্যার রাম মন্দির যাচ্ছেন প্রধান শিক্ষক।