কল্যাণী ঘাট, সরাটি, তারিনীপুর, স‍ান‍‍্যালচর, চাকদহ গৌরনগর এবং মুকুন্দনগর ঘাটে স্নান সারলেন পূর্ণার্থীরা।

0
110

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মকর সংক্রান্তি উপলক্ষে অনেকেই গঙ্গাসাগর যেতে পারিনি তাই মনে দুঃখ রয়ে গেছে। তাই বাধ্য হয়ে কল্যাণী ঘাট, সরাটি, তারিনীপুর, স‍ান‍‍্যালচর, চাকদহ গৌরনগর এবং মুকুন্দনগর ঘাটে স্নান সারলেন পূর্ণার্থীরা।গত দুই দিনে প্রচন্ড ঠান্ডায় শীতে কাঁপছে এলাকার বাসিন্দারা। পূর্ণার্থী দীপঙ্কর মুখার্জী বলেন,গঙ্গাসাগরের স্নান টা আমাদের গঙ্গায় করলাম। কারন এই গঙ্গাই তো সাগরে মিশেছে।পাশেই ত্রিবেনী সঙ্গম।খরচ করে কেন গঙ্গাসাগরে যাবো। একি কথা জানালেন দুলাল বিশ্বাস সহ একাধিক স্নান করতে আসা পূর্ণার্থীরা।