শহর বর্ধমানে পৌষ সংক্রান্তি মানেই ঘুড়ির মেলা।

0
129

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- প্রথা মেনে পৌষ সংক্রান্তির দিনে বর্ধমান শহরের আকাশে দেখা যায় ঘুড়ি। প্রত্যেকের বাড়িতে পৌষ সংক্রান্তির দিন পিঠেপুলি যেমন তৈরি করেন বাড়ির মা কাকিমারা। তেমনি শহরের আকাশ জুড়ে থাকে রংবেরঙের ঘুড়ি। যদিও কালের নিয়মে খানিকটা জৌলুস হারিয়েছে ঘুড়ির মেলা। আজ সকাল বেলা থেকেই বাড়ির ছাদে কচিকাঁচা থেকে বয়স্করা ঘুড়ি ওড়াতে ব্যস্ত। সকালে খানিকটা মেঘলা আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের মুখ দেখতে পেয়ে ঘুড়ি প্রেমীরা আরো উজ্জীবিত হয়েছেন। শহর বর্ধমানের প্রায় দুদিন ধরে চলে এই ঘুড়ির মেলা। প্রায় দেখতে পাওয়া যায় প্রত্যেক বাড়ির ছাদেই কচিকাঁচা থেকে যুবকরা ঘুড়ি ওড়াচ্ছেন। তাই বলাই চলে শহর বর্ধমানে আরো একটি উৎসব এই ঘুড়ির মেলা।