মালদহ, নিজস্ব সংবাদদাতা:- স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রীর ওপর অতর্কিত হামলা। ছুরি দিয়ে গলায় আঘাত অভিযুক্তের। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য মালদহের পুরাতন মালদার আট মাইল এলাকায়। ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। আতঙ্ক এলাকা জুড়ে। ঘটনাস্থলে মালদা থানার পুলিশ। ঘটনার জেরে অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছে। জানা গেছে, জখম স্কুল ছাত্রীর নাম সুদীপা স্বর্ণকার (১৩), বাড়ি গোয়ালপাড়া এলাকায়।
ঘটনা প্রসঙ্গে জানা গেছে, পুরাতন মালদার আট মাইল এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ওই স্কুল ছাত্রী প্রতিদিনের মতো আজও স্কুল ছুটি হওয়ার পর রাস্তায় ধরে বাড়িতে হেঁটে যাওয়ার সময় স্থানীয় এক যুবক অতর্কিতভাবে ছুরি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। যদিও আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করার মুহূর্তে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার চাউর হতে ই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি জখম স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ব্যবস্থা করেন। আপাতত মেডিকেলের চিকিৎসাধীন রয়েছে ওই স্কুলছাত্রী।
এদিকে, ঘটনার জেরে স্কুল চত্বরজুড়ে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে কারণ যেখানে এই ঘটনাটি ঘটেছে তার পাশে হচ্ছে স্কুল এবং অভিযুক্তদের বাড়ি হচ্ছে স্কুল লাগোয়া। পরিবারের তরফে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক উজ্জল মন্ডল স্কুল ছাত্রীকে প্রেমের জন্য কুপ্রস্তাব দিত এবং বিরক্ত করতে বলে অভিযোগ। এমনকি বাড়ি থেকে স্কুলের ছাত্রীদের ওপর কোন নজর দিত বলে অভিযোগ। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই স্কুল চত্বরজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পাশাপাশি অভিযুক্ত যুবক ও তার পরিবারের সকলেই পলাতক পুলিশ তদন্তে নেমেছে, দোষীর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা।
Home রাজ্য উত্তর বাংলা অষ্টম শ্রেণীর ছাত্রীকে ছুরির কোপ! ঘটনায় চাঞ্চল্য, পলাতক অভিযুক্ত, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ।