কাঞ্চন উৎসব কমিটির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক।

0
125

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- ২০ শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে ১৬ তম কাঞ্চন উৎসব। বর্ধমান বাসির প্রাণের উৎসব এই কাঞ্চন উৎসব। বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা কাঞ্চন উৎসব কমিটির সভাপতি খোকন দাসের নেতৃত্বে প্রতিবছর শহর বর্ধমানের কঙ্কালেশ্বরী কালীবাড়ি মাঠে অনুষ্ঠিত হয় এই কাঞ্চন উৎসব। বলিউডের এবং টলিউডের শিল্পীরা এই অনুষ্ঠানে তাদের সংগীত পরিবেশন করেন। এ বছর উদ্বোধন অনুষ্ঠানেও বর্ধমান বাসীর জন্য থাকছে চমক উপস্থিত থাকবেন বলিউডের বিখ্যাত ড্যান্সার প্রভু দেবা। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মন্ত্রী, বিধায়ক এবং কাউন্সিলার অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন।২০ শে জানুয়ারি থেকে ২৮ শে জানুয়ারি পর্যন্ত চলবে এই কাঞ্চন উৎসব। একুশে জানুয়ারি কাঞ্চন উৎসব মঞ্চে থাকবেন কাঞ্চন উৎসব সুরেশ ওয়াদদার, ২২শে জানুয়ারি মঞ্চে তা উপস্থিত থাকবেন সংগীতশিল্পী বিদিপ্তা চক্রবর্তী-ঋষি সিং, ২৩ শে জানুয়ারি মঞ্চে থাকবেন নীতিমোহন, ২৪ শে জানুয়ারি ও ২৫শে জনুয়ার বিশাল মিশ্রাও সাচেত-পরস্পরা। ২৬ শে জানুয়ারি মঞ্চপতি থাকবেন বাংলাদেশি গায়ক চঞ্চল চৌধুরী এবং ২৭সে জানুয়ারি উপস্থিত থাকছেন খেসারি লাল যাদব। এই কাঞ্চন উৎসব নিয়ে ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ তম কাঞ্চন উৎসব নিয়ে আজ সাংবাদিক বৈঠক করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।