যক্ষ্মা রোগীদের জন্য সম্পূর্ণ পৃথক ওয়ার্ড সহ বালুরঘাট জেলা সদর হাসপাতালে চালু হল গ্রন্থাগার বা বুক লাইব্রেরি।

0
71

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – যক্ষ্মা রোগীদের জন্য সম্পূর্ণ পৃথক ওয়ার্ড সহ বালুরঘাট জেলা সদর হাসপাতালে চালু হল গ্রন্থাগার বা বুক লাইব্রেরি। মঙ্গলবার যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যর মন্ত্রী বিপ্লব মিত্র। বালুরঘাট হাসপাতালের এই অনুষ্ঠানে ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, হাসপাতাল সুপার কৃষেন্দু বিকাশ বাগ সহ অনান্যরা।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর। এতদিন বালুরঘাট জেলা এবং গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে যক্ষ্মা রোগীদের জন্য সম্পূর্ণ পৃথক ওয়ার্ড ছিলনা। দুই জায়গাতেই ডিপথেরিয়া সহ অন্য রোগীদের সঙ্গে রাখা হত যক্ষ্মা রোগীদের। স্বাভাবিকভাবেই ছোঁয়াচে এই রোগীদের নিয়ে আতঙ্কে থাকতে হত অন্য রোগী এবং তাদের পরিজনদের। অবশেষে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বালুরঘাট জেলা হাসপাতালে ১০ শয্যা এবং গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ৪ শয্যা বিশিষ্ট যক্ষ্মা ওয়ার্ড চালু করা হল এদিন থেকে। দুটি হাসপাতালেই এই ওয়ার্ড রয়েছে সম্পূর্ণ পৃথক বিল্ডিংয়ে। পাশাপাশি, অপেক্ষারত রোগীর আত্মীয় পরিজন তো বটেই, চিকিৎসক নার্স কিংবা স্বাস্থ্য কর্মীদের কথা মাথায় রেখে বালুরঘাট হাসপাতালে চালু হল গ্রন্থাগার বা বুক লাইব্রেরি। সুপার কার্যালয়ের একটি ঘরে চালু এই গ্রন্থাগারের নাম দেওয়া হচ্ছে মন। ওই গ্রন্থাগারে মিলবে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, শেকসপিয়র থেকে শুরু করে ওয়ার্ডসওয়ার্থ সহ বহু লেখকের বই। বসে বই পড়ার ব্যবস্থা থাকছে। সিসি ক্যামেরায় নজরদারি থাকবে এই গ্রন্থাগারে।