জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী ২২ জানুয়ারি রাম লালার মন্দিরের উদ্বোধন। আর সেই মন্দির উদ্বোধনের আগে ১৮-২১ জানুয়ারি দেশের সমস্ত মন্দির পরিসর পরিষ্কার করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আওহানে সারা দিয়ে ১৭ তারিখ থেকে জলপাইগুড়ি শহর এবং জেলার সমস্ত মন্দির পরিষ্কার করার কর্মসূচি ঘোষণা করল জেলা বিজেপির মহিলা সদস্যরা। বুধবার জেলা বিজেপি কার্য্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা করলেন জেলা বিজেপি নেত্রী দিপা বণিক অধিকারী। এদিন তিনি জানান, আমরা জেলার সমস্ত প্রসিদ্ধ মন্দির সহ পাড়ায় পাড়ায় গিয়ে ছোট ছোট মন্দিরগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমরা জেলার সকল মহিলাকে এই মহৎ কাজে অংশ গ্রহণ করবার আওহান জানাই।
Home রাজ্য উত্তর বাংলা জলপাইগুড়ি শহর এবং জেলার সমস্ত মন্দির পরিষ্কার করার কর্মসূচি ঘোষণা করল জেলা...