ঝাড়ু হাতে মন্দিরে মন্দিরে বিজেপি নেতৃত্বরা,কটাক্ষ শাসকদলের।

0
49

তমলুক-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২২ শে জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের প্রান প্রতিষ্ঠা। তাই এক সপ্তাহ আগে থেকে দেশে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে মন্দির প্রাঙ্গণ পরিস্কার পরিচ্ছন্ন করেছেন। প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে সামনে রেখে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাতেও সেই ছবি ফুটিয়ে তুলছেন বিজেপি নেতৃত্বরা। রবিবার রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মন্দিরে মন্দিরে গিয়ে মন্দির প্রাঙ্গণ পরিস্কার পরিচ্ছন্ন করেন। রবিবারের পাশাপাশি বুধবারেও জেলার অন্যতম ধর্মীয়স্থান তমলুকের মন্দিরে মন্দিরে ঝাড়ু হাতে পরিস্কার পরিচ্ছন্ন করতে দেখা যায় বিজেপি নেতৃত্বদের। এদিন সকালে প্রথমে জেলার অন্যতম প্রাচীন বর্গভীমা মন্দিরে ঝাড়ু হাতে পরিস্কার করতে দেখা যায় বিজেপির জেলা নেতৃত্বদের। এদিন তাম্রলিপ্ত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর জয়া দাস নায়েক জানান, প্রাচীন রামমন্দিরের প্রান প্রতিষ্ঠা রয়েছে আগামী ২২ শে জানুয়ারি। তার আগে এক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে মন্দির প্রাঙ্গণ পরিস্কার পরিচ্ছন্ন করেছেন। এই এক সপ্তাহ ধরে আমরাও আমাদের জেলার মন্দির গুলিকে পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছি।

বিজেপির এই ধরনের কর্মসূচিকে কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল নেতৃত্ব। তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাঁড়া বলেন, ধর্মীয়স্থান পরিস্কার পরিচ্ছন্ন করার সকলের অধিকার রয়েছে। তবে বিজেপি যেটা করছে লোকদেখানো, ভোট পাওয়ার জন্য। সাধারণ মানুষ ভালো চোখে নিচ্ছে না। এর প্রভাব ২০২৪ এর লোকসভা নির্বাচনে বুঝতে পারবে।