নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ফের একবার উত্তেজনা ছড়ালো নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে। ঘটনায় গুরুতর আহত, চার। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিদ্যাসাগর কলেজ ক্যাম্পাসে।
উত্তেজনা ছড়ালো ABVP ও TMCP দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে।
,ঘটনায় আহত হয় ABVP ছাত্র সংগঠনের মোট চারজন সদস্য। ঘটনায় আক্রান্তদের গুরতর আহত অবস্থায় নিয়ে আসা হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে, সেখানেই চলে তাদের চিকিৎসা।
জানা যায় প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে শক্তি নগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ABVP র নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সহ সভাপতি কৃষ্ণেনন্দু মল্লিককে, এছাড়াও আহত হয়েছে আরও তিন ছাত্রী। ঘটনা প্রসঙ্গে ABVP নদীয়া উত্তরের সংযোজক শুভ সাহা জানান প্রতিদিনের মতো এদিনো কলেজে সকল ছাত্র ছাত্রী দের মতো আমাদের সংগঠনের ভাই বোনেরা যায় তাদের কোন কাজে,কিন্তু পূর্ব পরিকল্পিত ভবে TMCP ছাত্র সংগঠন থেকে, বহিরাগতদের নিয়ে আচমকাই হামলা করে যেখানে আমাদের তিন বোন সহ এক ভাই গুরতর আহত হয়, তাদের থেকে জানতে পারি সামগ্রিক ঘটনা ঘটে পুলিশের সামনেই,,,
পাশাপাশি তিনি আরও জানান ইউনিয়নের ঘর থেকে রড সহ বিভিন্ন ভাড়ি বস্তু দিয়েও আক্রমণ চালানো হয় ABVP সমর্থকদের ওপর। আর আমরা এই ঘটনার জন্য সরাসরি প্রিন্সিপালকেই দায়ী করছি এবং আগামী দিনে কোন ছাত্র ছাত্রীর কিছু হলে তার দায়ী হবে প্রিন্সিপাল। প্রিন্সিপালকে জবাব দিতে হবে কলেজের ভিতরে কিভাবে TMCP অস্ত্র নিয়ে মজুত করে, এর জবাব তাকে দিতে হবে। যদিও সামগ্রিক ঘটনার পর ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ।