প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – পিস্তল ঠেকিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘিরে ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়ায়। ঘটনা ঘটেছে বুধবার দুপুরে হাওড়া শ্যামপুর থানা এলাকার শশাটি বাজারের কাছে একটি সোনার দোকানে। একদল দুষ্কৃতী দোকানের মালিকের মাথায় পিস্তল ঠেকিয়ে লক্ষাধিক টাকার গহনা নিয়ে চম্পট দেয়। সূত্রের খবর এদিন বারোটা নাগাদ দুজন দুষ্কৃতী বাইকে চেপে আসে এবং বাংলা ও হিন্দিতে কথা বলতে বলতে দোকানে ঢুকে কিছু রুপোর জিনিস কেনে। পরে আবার ফিরে এসে সোনার গহনা দর করতে থাকে । এরই মাঝে এক দুষ্কৃতী পকেট থেকে পিস্তল বার করে দোকানদারের দিকে তাক করে এবং অন্য দুষ্কৃতী সমস্ত সোনার গহনা তুলে নেয় । দুষ্কৃতীরা ভল্ট খুলে নগদ টাকা তুলে নেয়। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনাস্থলে আছে শ্যামপুর থানা পুলিশ এবং তদন্ত শুরু করে । এইভাবে দিন দুপুরে বাজারের মধ্যে ডাকাতি ঘটনাটি কে ঘিরে ব্যবসায়ী মহলে আতঙ্ক সৃষ্টি হয়।
Leave a Reply