নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ইটভাটা সংলগ্ন একটি জলাশয় বেআইনিভাবে ভরাট করানোর অভিযোগ উঠল ওই এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকার। জানা যায়, সেনপাড়া এলাকায় একটি ইটভাটা রয়েছে। দীর্ঘদিন ধরে ইটভাটা এবং রাস্তার মাঝামাঝি একটি জলের খাল রয়েছে। সেখান দিয়ে ওই এলাকার জল বিভিন্ন পুকুরে পৌঁছায়। অভিযোগ ওঠে বেশ কয়েকদিন ধরে ইটভাটার ঘ্যাস দিয়ে ওই জলাশয় টি ভরাট করা হচ্ছে। প্রশ্ন উঠছে কিভাবে প্রশাসনের অনুমতি ছাড়া জলাশয় ভরাট করতে পারেন ওই ব্যক্তি।
তবে ওই ব্যক্তি বাপ্পা ঘোষ বলেন, ওটা তার সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা। এর আগে চাষীদের স্বার্থে মাটি কেটে জলাশয় করা হয়েছিল। আবার চাষীদের স্বার্থেই তিনি ওই জায়গা ভরাট করছেন।
এ বিষয়ে ওই এলাকার স্থানীয় কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা বলেন, ঘটনা সম্পর্কে আমার সম্পূর্ণ জানা নেই। তবে ওই জায়গাটি আসলে কার তার সম্পূর্ণভাবে বিএলআরও বলতে পারবে। আমরা নিজেদের মতো করে তদন্ত করব।
অন্যদিকে এই ঘটনার প্রতিক্রিয়া দেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ। তিনি বলেন, বিষয়টি সংবাদ মাধ্যমের কাছ থেকে আমি জানতে পারি। আমরা পৌরসভার তরফ থেকে আদতে জায়গাটি কার তা তদন্ত করব। যদি এই ঘটনায় বেআইনি কিছু হয়ে থাকে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।