আবদুল হাই, বাঁকুড়াঃ – মাটির তলা থেকে উঠে এলো একটি পাথরের শিবলিঙ্গ । আর সেই শিব লিঙ্গকে কেন্দ্র করেই জাত, ধর্ম দূরে সরিয়ে রেখে পুজোর আয়োজনে নামলেন ছাতনার আড়রা গ্রাম পঞ্চায়েতের কেন্দডাঙ্গা গ্রামের মানুষ।
স্থানীয়দের দাবি, গত কয়েক দিন আগে গ্রামে ছেলেরা মকর সংক্রান্তি উপলক্ষ্যে গাছের ডাল পালা কাটার সময় ওই শিবলিঙ্গের সন্ধান পায়। পরে মাটি খুঁড়ে শিবলিঙ্গ তুলে আনার সময় একটি সাপেরও সন্ধান মেলে। ইতিমধ্যে গ্রামে ওই শিব লিঙ্গটি প্রতিষ্ঠার পাশাপাশি পূজার্চনা শুরু হয়েছে, তৈরী হচ্ছে বাঁশের তৈরী অস্থায়ী আটচালা। আগামী দিনে ওই জায়গায় স্থায়ী মন্দির তৈরীর পরিকল্পনা রয়েছে বলে তারা জানিয়েছেন।