নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর : – রাজ্যের স্বনির্ভর দলের মহিলাদের স্বনির্ভর করবার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়ে চলেছে রাজ্য আনন্দধারা প্রকল্প। ঋণদানের মধ্যে দিয়ে স্বনির্ভর দলের মহিলারা সেই ঋণ গ্রহণ করে সেই ঋণ এর অর্থ দিয়ে কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর হতে পারে সেই লক্ষ্যে রাজ্যজুড়ে স্বনির্ভর দলের মহিলারা আনন্দধারা প্রকল্পের মধ্যে দিয়ে ঋণ পেয়ে থাকে। দক্ষিণ দিনাজপুর জেলার স্বনির্ভর দলের মহিলাদের স্বনির্ভর করবে আর লক্ষ্যে মেগা ক্রেডিট ক্যাম্প আয়োজিত হলো বালুরঘাটে। বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এবং জেলা আনন্দ ধারার যৌথ উদ্যোগে বালুরঘাটের বালুছায়া সভাগৃহে এই মেগা ক্রেডিট ক্যাম্প আয়োজিত হয়। জেলা আনন্দধারা প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর সুব্রত মোহন্ত, উপস্থিত ছিলেন জেলা নাবার্ডের আধিকারিক তীর্থঙ্কর বিশ্বাস, জেলা লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার সায়ন্তন তালুকদার সহ অন্যান্যরা।
Home রাজ্য উত্তর বাংলা রাজ্যের স্বনির্ভর দলের মহিলাদের স্বনির্ভর করবার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়ে চলেছে রাজ্য...