নিজস্ব সংবাদদাতা, নিউজ ডেস্ক, কলকাতাঃ- ১৩ জানুয়ারি,২০২৪, কলকাতার রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়ামে গ্রন্থ প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো। বর্তমান সময়ে আধুনিক ভারতের পথিকৃৎ রামমোহন রায় -এর অবদান ও প্রাসঙ্গিকতা নিয়ে রামমোহন মিউজিয়াম হল কতৃপক্ষের যৌথ প্রয়াসে এক আলোচনা সভা তথা সেমিনার অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত আলোচক হিসেবে অধ্যাপক তারিণী হালদার, অধ্যাপক আনন্দ গোপাল ঘোষ, অধ্যাপক মহীতোষ গায়েন এবং ড.পার্থ বন্দ্যোপাধ্যায় তাদের মূল্যবান আলোচনায় উপস্থিত শতাধিক গুণীজন, অনুরাগী গবেষকদের ঋদ্ধ করেন। শেষ পর্বে প্রকাশিত হয় ড. সুপ্রিয় পাল, ড. দোয়েল দে, ড. সৌমিতা মিত্র সম্পাদিত “স্মৃতিকথায় রামমোহন”, রূপালী পাবলিকেশন থেকে প্রকাশিত এই উৎকৃষ্ট গ্রন্থটির মনোরম প্রচ্ছদ করেছেন সুরজিৎ। গ্রন্থটিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ১৫জন অধ্যাপক, গবেষক, স্কুল শিক্ষক, রামমোহন বিশেষজ্ঞরা তাঁদের গবেষণা প্রবন্ধ লিখেছেন।পাঠক সমাজের কাছে গ্রন্থটি যে সমাদৃত হবে তাতে কোন সংশয় নেই।