প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – দক্ষিণ সাঁকরাইল হাই স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো চলবে দুদিন ব্যাপী। স্কুলের পাঠ্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন স্কুলে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো পশ্চিমবঙ্গ জুড়ে। ঠিক তেমনি হাওড়া জেলার সাঁকরাইল ব্লকের দক্ষিণ সাঁকরাইল হাইস্কুলে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার শুরু হল বৃহস্পতিবার। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে মনোজ্ঞ ক্রীড়া প্রতিযোগিতার শুরু হল। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত ছিলেন সাঁকরাইল থানার ভারপ্রাপ্ত আই সি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ নাসিমা বেগম কাজী, দক্ষিণ সাঁকরাইল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্নেহাংশু বন্দ্যোপাধ্যায়, পরিচালন কমিটির সভাপতি শেখ লতিফুদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীবৃন্দ। এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে তিনদিন, আগামী শনিবার হবে প্রাইজ বিতরণ অনুষ্ঠান। শুভ উদ্বোধনে জাতীয় পতাকা উত্তোলন করে শ্রদ্ধা নিবেদন করলেন সাঁকরাইল থানার ভারপ্রাপ্ত আই সি। থানার আই সি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে সকল ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে বললেন “যে সকল ছাত্র-ছাত্রীরা ক্রীড়া প্রতিযোগিতা সফল হবে তাদের জন্য রইল শুভকামনা এবং যারা সফল হবে না আগামী বছর এই খেলায় অংশগ্রহণ করে যাতে সফল হতে পারে তার জন্যও শুভ কামনা করলেন”। এছাড়াও অতিথিদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বললেন বাবা-মা এবং গুরুজনদের শ্রদ্ধা করবে শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা করবে সর্বোপরি পড়াশোনায় মনোনিবেশ করে মানুষের মত মানুষ হওয়ার পরামর্শ দিলেন। ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলায় যোগদান করে নিজেদের পারদর্শিতা তুলে ধরল। খেলার মধ্যে ছিল দৌড় প্রতিযোগিতা, চামচ গুলি দৌড়, লোহার বল ছোড়া, লং জাম, ব্যাঙ দৌড় সহ বিভিন্ন খেলা। স্টার স্পোর্টিং ফুটবল মাঠে সমস্ত খেলাগুলি অনুষ্ঠিত হলো। শিক্ষক-শিক্ষিকাগণ শৃঙ্খলা বদ্ধভাবে ছাত্রছাত্রীদের সমস্ত প্রতিযোগিতার খেলা পরিচালনা করলেন।