পঞ্চায়েতlএকাধিক প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুলে রীতিমত গ্রামের বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়েছেন।

0
96

নিজস্ব সংবাদদাতা, মালদা:–এলাকায় অধিকাংশ রাস্তায় কাচা , নেই পানীয় জলের সুব্যবস্থা , নিকাশি ব্যবস্থাও নেই। আবাস যোজনার ঘরও পাইনি একজন ও l সরকারি প্রকল্পের উন্নয়নের খাতে সরকারের টাকা আসার পরও সেই টাকা খরচ করতে পারিনি মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতlএকাধিক প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুলে রীতিমত গ্রামের বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়েছেনl
গ্রামবাসীর এই দাবি কার্যতো স্বীকার করেছেন বর্তমান কংগ্রেস বিজেপি জোট মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানl পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলওl পুরাতন মালদা ব্লকের বিডিও রীতিমতো জানিয়েছেন আইনি জটিলতার কারণেই এলাকায় উন্নয়ন থমকে রয়েছে খুব শীঘ্রই আইনের জটিলতা কেটে গেলি এলাকায় রাস্তা ,পানীয় জলের কাজ শুরু হবে এমনকি আবাস যোজনা ঘরও পাবেন অনেকেইl
পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের ফিফটিন ফিনান্সের আর্থিক বছরের প্রায় তিন কোটি টাকা খরচ হয়নি যার ফলে এলাকায় নিকাশি ব্যবস্থা পানীয় জল রাস্তাঘাট বেহাল হয়ে পড়েছে। অঞ্চলের এলাকার বাসিন্দাদের মধ্যে একজনারো আবাস যোজনার ঘর পাইনিl এলাকার মানুষ রীতিমতো ক্ষোভ উপড়ে দিচ্ছেন স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের বিরুদ্ধেl
এলাকার বাসিন্দা মৌমিতা রাজবংশী , চঞ্চল রাজবংশী দের অভিযোগ গতবারের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোট নিজেদের সদস্যদের গোষ্ঠীকন্দলের জেরেই এলাকায় কাজ করতে পারেনি ফিফটিন ফিন্যান্স এর প্রায় তিন কোটি টাকা এলেও এলাকার উন্নয়নের কিছু কাজ হয়নি। যদিও এইবারের পঞ্চায়েত নির্বাচনে এলাকার মানুষ সমর্থন পেয়ে কংগ্রেস বিজেপি জোট করে পঞ্চায়েত ভোট গঠন করেছেl জোট পরিচালিত মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের এক বছর প্রায় কেটে গেল এখনো কাজ এলাকায় হয়নি। এলাকার মানুষের ক্ষোভ যেমন কাজ তেমনি রয়ে গেছে কাজের কাজ কিছুই হচ্ছে নাl আর এই ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানা পড়ুনl1 কংগ্রেস বিজেপি জোট পরিচালিত বিজেপির উপপ্রধান মৌমিতা রাজবংশী এলাকায় উন্নয়নের ক্ষেত্রে মানুষের যে দাবি সে কথা স্বীকার করে জানিয়েছেন গতবারের তৃণমূলের পঞ্চায়েত বোট এলাকায় উন্নয়ন কিছুই করেনি সরকারের টাকা খরচ করেনি তৃণমূলের মেম্বার নিজেদের গোষ্ঠী গণ্ডল মধ্যে ভাগাভাগির করার ক্ষেত্রে যার ফলে এলাকায় সরকার টাকায় কোন উন্নয়ন হয়নি তবে এবারে পঞ্চায়েত নির্বাচনে মানুষ তৃণমূলকে সমর্থন করেনি কংগ্রেস বিজেপিকে সমর্থন করে কংগ্রেস বিজেপির জোট পরিচালিত এই মহিষবাণী গ্রাম পঞ্চায়েত কে নির্বাচিত করেছে। তবে এলাকায় মানুষের কাজ করতে হবে ইতিমধ্যেই আমরা বিভিন্ন প্রকল্পের কাজের টেন্ডারের পদ্ধতি শুরু করেছি খুব শীঘ্রই রাস্তাঘাট পানীয় জলের কাজ শুরু হবে।
পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূলের সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি জানান নিজেদের মধ্যে গোষ্ঠী কম্বল নেই বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করছে ফিফটিন ফিন্যান্সের টাকা কাজ এলাকায় অনেক হয়েছে। আজকে কংগ্রেস বিজেপি মিলে জোট করে তারা মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত গঠন করেছে তাহলে প্রশ্ন হল পঞ্চায়েত গঠন এক বছর হতে চলল তাহলে তারা কেন এখনো এলাকার কোন উন্নয়ন কাজ করছে না। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বরাবরই উন্নয়নের কাজের জন্য; বিভিন্ন প্রকল্পের কাজের জন্য আমরা এগিয়ে এসেছিলাম l কিন্তু বিজেপির বা বিরোধী রাজনৈতিক বরাবরই সে কাজগুলির করার ক্ষেত্রে বাধা দিয়েছিল। আজকের তারাই মিথ্যা কথা বলছে।

পুরাতন মালদা ব্লকের ভিডিও সিজুতি পাল মাইতি জানান
আমি এই ব্লকে আসার পর থেকেই আমি এই মহিষবাথানে গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রায় তিন টাকা যে খরচ করা হয়নি সেই বিষয়টি নিয়ে আমি জানি। এলাকায় রাস্তাঘাট পানীয় জলের বেহাল অবস্থা রয়েছে। আইনের জটিলতার কারণেই এলাকায় উন্নয়নের কাজ হচ্ছে না। আবাস যোজনার বাড়ির ক্ষেত্রেও বিষয়টি দেখা হবে।
তিন কোটি টাকার মধ্যে বেশ কিছু প্রকল্পের টেন্ডার ইতিমধ্যে করা হয়েছে আইনি জটিলতার কেটে গেলেই কাজগুলি শুরু হয়ে যাবে।
মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল সাহা জানান তৃণমূল কংগ্রেস কখনই মানুষের উন্নয়ন চায়না তাই মহিষ বাথানি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পে কাজ তারা হতে দিচ্ছে না সব ক্ষেত্রেই তারা বাধা দিচ্ছে আসলে তারা সব ক্ষেত্রে কাঠমানি চায় এ ক্ষেত্রেও তাই হচ্ছে।