খাদ্য রসিকদের আর পায় কে! চিংড়ি ইলিশ পমপ্লেট সহ সামুদ্রিক মাছের স্বাদে মজেছেন দীঘায় ঘুরতে আসা পর্যটকেরা।

0
57

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- খাদ্য রসিকদের আর পায় কে! চিংড়ি ইলিশ পমপ্লেট সহ সামুদ্রিক মাছের স্বাদে মজেছেন পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘায় ঘুরতে আসা পর্যটকেরা। দীঘা মোহানা মৎস্য জীবীদের সংগঠনের আয়োজনে গঙ্গা পূজা। পৌষ সংক্রান্তি থেকে শুরু হয়েছে মেলা,আগামী ২২ শে জানুয়ারি পর্যন্ত চলবে। আর এই মেলার মূল আকর্ষণের কেন্দ্র বিন্দু “সী ফুড ফেস্টিভ্যাল”। সমুদ্রের স্নানের ফাঁকে মাছের কামড় সব মিলিয়ে জম জমাট আনন্দ চলছে সমুদ্র সৈকতে। রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এই মাছের উৎসবের সূচনা করেন।
প্রায় একশো প্রজাতির সামুদ্রিক মাছ তুলে ধরা হয়েছে এই সী ফুড ফেস্টিভ্যালে।