পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভারতের সংবিধানে ক্রেতাদের সুরক্ষার জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়া আছে,সেগুলো এখনো পর্যন্ত সব মানুষ জানে না,যার ফলে তারা সুযোগ নিতে পারে না এবং বিভিন্নভাবে জিনিসপত্র কিনতে গিয়ে প্রতারিত হন, বর্তমান ডিজিটাল যুগে অনলাইনের মাধ্যমে জিনিসপত্র কিনতে গিয়ে বিভিন্নভাবে সাধারণ মানুষ প্রতারিত হয়েছেন,এই মত অবস্থায় আমরা বিভিন্ন জায়গায় ক্রেতা সুরক্ষা মেলার মধ্য দিয়ে সেইসব জিনিস সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাইছি,শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে ক্রেতা সুরক্ষা মেলায় যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বললেন রাজ্য উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।