দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষনা হইনি। কিন্তু তার আগেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মহামিছিলের আয়োজন করা হয়। এই মিছিল লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের রামপুর গ্রাম থেকে গোপালপুর গ্রাম পর্যন্ত পরিক্রমা করে। আজকের মহামিছিলে পা মেলান জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও অরুন কুমার চক্রবর্তী, অঞ্চল সভাপতি কাজল খান, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ সহ বিভিন্ন অঞ্চলের সভাপতি এবং কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থকরা। পরে গোপালপুর গ্রামের মসজিদের কাছে একটি পথসভার আয়োজন করা হয়। মূলত লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই আগে ভাগেই প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, দিন কয়েক আগেই লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলের প্রাক্তন সভাপতি আহমেদ রেজা খানকে সরিয়ে নতুন করে কাজল খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ১৭ জানুয়ারি জেলার বিভিন্ন ব্লকের তৃণমূলের সভাপতির নাম ঘোষনা হয়েছে। কিন্তু দুবরাজপুর ব্লকে কোনো সভাপতি না রাখায় রফিউল হোসেন খান ও অরুন কুমার চক্রবর্তী এই দুজনকে কনভেনার করা হয়েছে। তাই এই দায়িত্ব পাওয়ার পরেই ভোট ময়দানে নেমে পড়লেন তৃণমূলের নেতারা। লোকসভা নির্বাচনে আগের মতো কী খেলা হবে, এই প্রশ্ন করা হলে তৃণমূল নেতারা জানান উন্নয়নের খেলা হবে। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই ভোট দেবেন বলে জানান।