নিজস্ব সংবাদদাতা-কল্যানীঃ১৯শে জানুয়ারি: – নদিয়া জেলার ছাত্র ফেডারেশনের ২৭তম জেলা সম্মেলন শুরু আজ অর্থাৎ শুক্রবার থেকে।কমরেড পূর্ণচন্দ্র দে কক্ষ,কমরেড সুব্রত মুখোটি মঞ্চ এবং সলিল চৌধুরী নগর(কল্যানী টাউন ক্লাব) শুরু হয় প্রকাশ্য সমাবেশ।চাকদহ ডমরুগণসঙ্গী পরিবেশন করেন।সভাপতি সৌরভ দে বলেন,আমরা এসএফআই নদীয়া জেলার ডাকে এখানে কল্যাণীতে প্রকাশ্যের নদীয়া জেলার ছাত্র ফেডারেশনের ২৭ তম জেলা সম্মেলন শুরু আজ
এই সময়ের দাঁড়িয়ে ৮২০৭টি স্কুল বন্ধ হয়ে রয়েছে এবং 330 টার মতো স্কুল আমাদের জেলায় বন্ধ হয়ে গেছে পড়াশোনার খরচা যেহেতু দিনে দিনে বেড়ে যাচ্ছে সেই কারণে এই স্কুলগুলি বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাচ্ছে আর দিনে দিনে জাত ধর্ম এগুলো বেড়েই চলেছে দেশে সবকিছুর মাঝে স্কুল কলেজ গুলি বন্ধ হয়ে যাচ্ছে সেই স্কুল কলেজগুলি তারা খুলতেই আজ আমরা নদীয়া জেলার ছাত্র ফেডারেশন ২৭তম জেলা সম্মেলনের ডাকে আজ কল্যাণীতে সম্মিলিত হয়েছি।স্কুল কলেজে ঝুলছে তালা
জাত ধর্মে বাড়ছে দেশ
শ্বেত পতাকা ডাক দিয়েছে
শিক্ষা বাঁচাও বাঁচাও দেশ
আজকের এবং আগামীকালের কনফারেন্সে আমাদের দেশের শিক্ষার অধিকার ছাত্রদের কাছ থেকে কেড়ে নিচ্ছে সেই শিক্ষাকে বাচাতে হলে আমাদের লড়তে হবে এই অধিকার কে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই সম্মেলন।প্রাক্তন ছাত্রনেতা সুমিত দে বলেন,
কল্যাণী শহরে প্রায় ৪০ বছর পর আমরা এসএফআইয়ের সম্মেলন করছি তিনি বলেন,কেন কল্যানী শহরে কলকারখানা কেন খুলছে না। কেন নিয়োগ হচ্ছে না। বর্তমানে নোংরা শহরে পরিনত হয়েছে।কল্যাণীতে ২৭ তম জেলা সম্মেলনে নদীয়া জেলার ছাত্র ফেডারেশন এর সম্মেলনে প্রফেসর অলক বন্দ্যোপাধ্যায় নিজস্ব কিছু বক্তব্য রাখেন তিনি বলেন যে যারা চাকরি করছে তারা কত বেতন পাচ্ছে সেই নিয়ে তুলনা করবেন না কেননা যা পাচ্ছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকুন শিক্ষাকে বাণিজ্য করনে নামিয়ে নিয়ে আসবেন না।বিমান বসু বলেন,বামপন্থীদের পেছনে মূল শক্তি হিসেবে সিপিএমরা কাজ করছে ওরা খুব ভালো পরিকল্পনা করতে পারে ১৯৯৮ সালে জন্ম তৃণমূল কংগ্রেস।।বক্তব্য রাখলেন,ছাত্রনেতা সৌরভ দে,অলোক ব্যানার্জী,প্রাক্তন ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য্য,প্রাক্তন ছাত্র নেতা সুমিত দে এবং প্রাক্তন ছাত্র নেতা বিমান বসু ও আরো অনেকেই। প্রচুর মানুষের সমাগম হয় এই প্রকাশ্য সম্মেলনে।