কোলাঘাটে রুপনারায়ন পাড়ে পুষ্প উৎসব,আনন্দে মেতে উঠেছে কচিকাচারা।

0
92

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফুল এমনিতেই জন্ম মৃত্যু বিবাহ থেকে আনন্দ উৎসব সহ সব ক্ষেত্রেই শোভা বর্ধনের অন্যতম অপরিহার্য্য অঙ্গ।
তার উপর পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট মানেই ফুলের হাট, যার সুখ্যাতি জগৎজোড়া। সেই কোলাঘাটেই রূপনারায়ণ নদের নৈসর্গিক শোভার মাঝে গৌরাঙ্গ ঘাটে শুরু হয়ে গেল পুষ্প উৎসব। এতে অংশ নিয়েছেন ফুল চাষি থেকে সখের পূষ্প প্রেমীরা। প্রায় পাঁচশতাধিক ফুলের টবে শীত মরসুমের অতিথিরা পাপড়ি মেলেছে বর্ণময় রূপের ছটায়। গাঁদা, ইনকা, নানা প্রজাতির চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, ক্যালেন্ডুলা, বাহারি গোলাপ থেকে প্রদর্শিত হচ্ছে রকমারি ডালিয়া ফুল। এক দিকে যেমন বয়ে যাওয়া রুপনারায়ন নদীর ছলাৎ ছলাৎ শব্দ, তাঁর বক্ষ শোভায়ীত করেছে এই পুষ্প উৎসব। শুধু দিন নয় অন্ধকারেও আলোর ছটায় নদীর পাড়ে সেজে ওঠা বাহারি ফুল যেন প্রকৃতিকে সমৃদ্ধি করেছে। আর তাঁর টানেই বহু পুষ্প প্রেমি মানুষ আসতে শুরু করেছে এই পুষ্প উৎসবে।