বালুরঘাট শহরের নাট্টমন্দিরে শুরু হলো স্কুলের নৃত্যা অনুষ্ঠান।

0
95

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ- দক্ষিণ দিনাজপুর জেলা নাটকের শহর বলে পরিচিত বাংলা তথা উত্তরবংগ জুড়ে। বালুরঘাট শহরে কিছু দিন আগেই শুরু হয়েছে নাট্টপার্বন যার শেষ দিন কিছু দিন এর মধ্যেই। এরই মাঝে শুরু হলো শহরের বিভিন্ন ড্যান্স স্কুল গুলির অনুষ্টান। এদিন সন্ধ্যা থেকে নতুন করে জেলার বালুরঘাট শহরের নাট্টমন্দিরে শুরু হলো স্কুলের নৃত্যা অনুষ্ঠান। এই নৃত্য স্কুলের কর্ন্ধার শতাব্দী ভট্টাচার্য মন্ডোল জানান,এবছর দিয়ে ১৮ তম বার্ষিক অনুষ্ঠান এই শিক্ষা ংগনের।দুদিন ব্যাপি এই অনুষ্ঠান চলবে।প্রায় শতাধিক ছাত্রী উক্ত অনুষ্ঠানে যোগ দেয়। এই অনুষ্ঠান চলবে দুই দিন ধরে। এই অনুষ্ঠান এ বাশি সহ বিভিন্ন ঘড়ানার নৃত্য, সেই সাথে ফক ড্যান্স। এছাড়া বিশেষ অনুষ্ঠান সপ্তাংগনা নারি নামক একটি নৃত্যা অনুষ্ঠান। যা এখনও জেলায় পুড়ানের সাতটা নারিকে কোন নাচের অনুশঠান হয়নি।সেটি এবার অনুষ্ঠিত হতে চলেছে এই নৃত্যাঞ্জলি ড্যান্স সেন্টারে।