পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও শ্রম দপ্তরের উদ্যোগে দুদিনব্যাপী শুরু হল শ্রমিক মেলা। বর্ধমান শহরের তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের ময়দানে আজ শুভ উদ্বোধন হলো এই মেলার। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম সহ বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকবৃন্দরা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রমিকদের প্রতি তার যে উন্নয়ন তা সবাই জানেন। বামফ্রন্ট আমলে শ্রমিকদের কি অবস্থা ছিল এবং আপন বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের জন্য কি করেছেন তা আমরা সবাই জানি। বিশেষ করে চা শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চা সুন্দরী নামে একটি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্প কেন্দ্র সরকারের কাছে প্রশংসা পেয়েছে। যারা শ্রমিক এবং পরিযায়ী শ্রমিকের কাজ করেন তাড়াতাড়ি নাম এখানে নথিভুক্ত করুন। এই মেলাতে বিভিন্ন রকম স্টল করা হয়েছে যেখানে আপনারা সমস্ত রকম সুবিধা পাবেন।