পাঁশকুড়া-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কাশীজোড়া পরগনার রাজা প্রায় সাড়ে চারশ বছর আগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রঘুনাথবাড়ি এলাকায় রাজবাড়ি থেকে অদূরে রাম মন্দির গড়ে ছিলেন। যা রাজবাড়ির মন্দির হিসেবে আজও পরিচিত। এই মন্দিরে শ্রীরামের অষ্টধাতুর মূর্তি রয়েছে। শুধু শ্রীরাম নয় তাঁর পাশাপাশি লক্ষণ, সীতা, ভরত, শত্রুঘ্নের বিগ্রহ রয়েছে অষ্টধাতুর। নিত্যদিন পূজো পাঠ হয়। তবে আজ অযোধ্যায় রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে সকাল থেকেই সেজে উঠেছে বিগ্রহ গুলি। এমনকি সকাল থেকেই আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব শুরু হয়েছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা পাঁশকুড়ার রঘুনাথবাড়ি এলাকায় রাজবাড়ি থেকে অদূরে রাম মন্দির নতুন করে সেজে উঠেছে।