মনীষীদের কাটাউট দিয়ে ট্যাবলো সাজিয়ে সংহতি যাত্রা বাঁকুড়ার ইন্দাসে।

0
95

আবদুল হাই, বাঁকুড়াঃ – রবীন্দ্রনাথ-নজরুল, রামকৃষ্ণ-স্বামী বিবেকানন্দের বাংলা, এ বাংলা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবার, এ দেশ সর্ব ধর্মের সমন্বয়ে ধর্ম সহিষ্ণূ দেশ। ধর্মের উস্কানি দিয়ে এ বাংলাকে অশান্ত করা যাবে না, এ বাংলা কেন্দ্রের সমস্ত চক্রান্তকে রুখে দেবে এভাবেই কেন্দ্রীয় মোদি সরকারের বিরুদ্ধে লাগলেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আজকের সংহতি মিছিলে ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ, সনাতন সনাতন ধর্মের পন্ডিত দীপক অধিকারী সহ অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ। সংহতি যাত্রার শেষে সাংবাদিকদের ক্যামেরায় মুখোমুখি হয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বলেন ,সকল সম্প্রদায়ের মানুষ এক হয়ে থাকবো । সম্প্রদায় থাকুক , সাম্প্রদায়িকতা দূর হাটুক । সাথে সাথে অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর যে সমস্ত মহাপুরুষ তাদের আদর্শকে তাদের বাণীকে পাথেয় করে আমরা আগামীদিনে বাংলাকে ভালো করে এগিয়ে নিয়ে যাব।