দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বহু প্রতীক্ষার পর অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করা হয়। গর্ভগৃহে বিরাজমান ভগবান রাম। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। অযোধ্যায় রাম দরবারে আবেগের স্রোত। অযোধ্যা মুখরিত রাম ধ্বনিতে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সেজে উঠেছে গোটা অযোধ্যা। শুধু অযোধ্যা কেন, দেশজুড়ে আজ উৎসবের আমেজ। দেশের বিভিন্ন রাজ্যে সমস্ত শহর মেতেছে রাম জন্মভূমি প্রতিষ্ঠা উদযাপনে। এদিন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যস সমিতির পক্ষ থেকে দুবরাজপুরের রামসীতা মন্দির হইতে একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় পা মেলান দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যস সমিতির সদস্য টুটুন নন্দী, দেবজ্যোতি সিং সহ দুবরাজপুর ব্লক সংলগ্ন এলাকার বহু রামভক্ত। জয় শ্রী রাম জয়ধ্বনির সাথে শহর পরিক্রমা করে রামভক্তেরা। এদিন দুবরাজপুর রামসীতা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে সারদা ময়দানে গিয়ে শেষ হয়। এদিন প্রায় তিন হাজারেরও বেশি রাম ভক্ত যোগ দেন বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রায়।