দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- রক্ত ও স্বাধীনতা নিয়ে নেতাজির অমর উক্তি কে না জানে? নেতাজির আদর্শ স্বামী বিবেকানন্দও ফুটবল খেলাকে কর্মযোগের বলিষ্ঠ মাধ্যম বলেছিলেন। তাই নেতাজির জন্মবার্ষিকীর পুণ্যলগ্নে তাঁকে স্মরণ করে দুবরাজপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর বনকাটিপাড়ায় উদ্বোধন করা হলো সততা স্পোর্টস ক্লাবের। পাশাপাশি এদিন সততা স্পোর্টস্ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। রক্তদান করলেন নতুন ক্লাব সদস্যরাই। এদিন এই ক্লাবের ফিতে কেটে উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা সরকারি আইনজীবী মলয় মুখার্জি, উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুরের বিএমওএইচ ডাক্তার সালমান মণ্ডল, চিকিৎসক এন. আলম, বিশিষ্ট সমাজসেবী স্বরুপ আচার্য, শিক্ষক অরিন্দম চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী সেখ ইয়ার মহম্মদ,সেখ নিজাম উদ্দিন, আবু তালেব, হাজী রফিক খান সহ ক্লাবের সদস্যরা। আজকের রক্তদান শিবিরে ৪০ জন সদস্য রক্তদান করেন। আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সিউড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের মেডিকেল টেকনোলজিস্ট অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। সততা স্পোর্টস্ ক্লাবের গেম সেক্রেটারী সেখ জামিরুল জানান, এখানে কোনো ক্লাব ছিল না। এখানকার যুব সমাজ এখান সেখানে বসত। তাই আমরা ওয়ার্ড কাউন্সিলরকে বললাম। তিনি এই ক্লাব তৈরি করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।