মহিলা ও শিশু সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতা শিবির।

0
65

হিলি, নিজস্ব সংবাদদাতা :- আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিন উপলক্ষে উজ্জীবন সোসাইটির ব্যবস্থাপনায় মহিলা ও শিশু সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। আজকের এই বিশেষ সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেন বালুরঘাট আইন মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজসেবী সুশান্ত দাস। এছাড়াও এই পতাকা উত্তোলনে অংশগ্রহণ করেন অমল মন্ডল, পার্থ সরকার, মনমোহন বর্মন, সুভন ঘোষ সহ আরো অনেকে। উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দরা স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান নিয়ে আলোকপাত করেন। এরপর পারিবারিক গার্হস্থ হিংসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপরে আজকের এই সচেতনতা শিবিরে আলোকপাত করেন উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস । এছাড়াও আজকের এই শিবিরের অংশগ্রহণ করেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী সঞ্জয় রায়, বালুরঘাট জেলা আদালতের আইনজীবী দেবাঙ্গনা ঘোষ দস্তিদার প্রমুখ। উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস বলেন, আগামীদিনে মহিলা এবং শিশুদের অধিকার সুনিশ্চিত করতে আরও সচেতনতা শিবিরের আয়োজন করা হবে।