দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস হাই স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মবার্ষিকী ও সারদেশ্বরী বিদ্যামন্দিরের অন্যতম প্রাণপুরুষ নিত্যচৈতন্য মহারাজের জন্মদিন পালন করা হলো মহাসমারোহে। এই স্কুলের স্বামী ভূপানন্দ সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। প্রদীপ প্রজ্জ্বলন করেন বিদ্যালয়ের পরিচালন কমিটির স্থায়ী সভাপতি তথা প্রাক্তন শিক্ষক চন্ডীদাস দত্ত। উপস্থিত ছিলেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী গৌড়ানন্দ মহারাজ, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক তথা দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির পর গার্লস স্কুলের সম্পাদক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ, শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মিনি সাহা সহ অন্যান্য শিক্ষিকা ও ছাত্রীরা। এদিন গান, নাচ, কবিতা, নেতাজি সুভাষ চন্দ্র বসু জীবন আলেখ্য বিষয়ক আলোচনা হয়। পাশাপাশি এদিন স্কুলের ছাত্রীদের ক্লাসে ভালো রেজাল্ট করায় তাঁদেরকে স্কুলের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও এদিন স্কুলের দুঃস্থ ভালো ছাত্রীদের আর্থিক সাহায্যও করা হয়। উল্লেখ্য, এই স্কুলে আলো ও জলের খুবই সমস্যা। অথচ এই স্কুল দুবরাজপুর ব্লকের পাশেই রয়েছে। তাই দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ দুবরাজপুর ব্লকের বিডিও এবং পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডের দৃষ্টি আকর্ষণ করেন।