নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। রাম মন্দির উদ্বোধন কে কেন্দ্র করে সারা দেশ যখন বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি পঞ্চ প্রদীপ জ্বালাতে ব্যস্ত, ঠিক সেই সময় চার পাঁচ দিনের প্রচেষ্টায় সারাদিন রাত এক করে হাফ ইঞ্চির ভগবান রামের মূর্তি ও অযোধ্যার রাম মন্দিরের আদরে দেড় ইঞ্চির রাম মন্দির ও বজরংবলীর মূর্তি বানালেন নদীয়া রানাঘাটের শিল্পী মানিক দেবনাথ। মানিকবাবু রানাঘাটের রামনগর আইসতলা এলাকার বাসিন্দা। তাঁর তৈরি ক্ষুদ্র ভগবান রামের মূর্তি ও রাম মন্দির টি নিয়ে অযোধ্যায় পৌঁছানোর ইচ্ছা থাকলেও পরিস্থিতির প্রতিকূলতায় তা সম্ভব হয়ে ওঠেনি বলে জানান মানিকবাবু। তবে ভবিষ্যতে কোন মিউজিয়ামে তার তৈরি এই ক্ষুদ্র রাম মন্দির ও রামের মূর্তিটি সংরক্ষণ করা হলে খুশি হবেন তিনি বলেও এই দিন জানান রানাঘাটের শিল্পী মানিক দেবনাথ ।