নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- দুদিন ধরে জমে ওঠে বাদামাইল এর অষ্টনাগ পুজোর মেলা। বালুরঘাট শহর থেকে দূরে হিলি ব্লক ঘেষা এই এলাকার কৃষি মাঠের মধ্যে বট গাছের তলায় এই পুজোকে কেন্দ্র করে বৃহৎ মেলার আয়োজন হয়। ১৬ বছর আগে এক কৃষক স্বপ্নে আদেশ পেয়ে এই অষ্টনাগ তথা মা মনসা দেবীর পূজা শুরু করেছিলেন। তারপর থেকে সেই পুজো ছোট তো হয়নি, বরং বড়ই হয়ে গিয়েছে। মেলাও হয়েছে অনেক বড়। বালুরঘাট বা শহুরে মেলার কোন ছাপ না থাকলেও, ওই মেলাতে রাস্তার দু-পাশও ভরে উঠেছে হরেক স্টলের ভিড়ে।তবে সেই সব মেলার সম্ভার শিশু থেকে গ্রাম্যবধূর চোখ চকচক করে তোলার পক্ষে যথেষ্ট। মেলার সামনে রাস্তার ওপর বেশিটাই খাবারের দোকান। ঘুগনি, তেলেভাজা, বাদাম, ডালমুট-ঝুরিভাজা ইত্যাদি মেলে। ফুচকা, বেলুন, মুখোশ, মাটির পুতুল, টিনের খেলনা-বাটি এসবও মিলছে।
তবে এদিন ব্রতিরা কিন্তু অত্যন্ত ব্রত মেনে এই পুজোর আয়োজন করে। রাতে পুজো হয়ে যাবার পর দিন থেকেই এই এলাকায় বসবে মনসামঙ্গল ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। প্রায় দশ হাজার মানুষ এই মেলায় আসা-যাওয়া করে বলে পুজো কমিটির দাবি। আশপাশের অন্তত দশটি গ্রামের মানুষ সরাসরি এই পুজোর সাথে যুক্ত হলেও দাবি করা হয়েছে।