প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সজাগ পূর্ব বর্ধমান জেলা পুলিশ।

0
101

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আগামীকাল ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। গোটা দেশজুড়ে সাড়ম্বরে পালিত হবে এই প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ধমান শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য ম্যান্ডেলা পার্ক এবং বিভিন্ন শপিংমলে স্নিপার ডগ দিয়ে করা হলো তল্লাশি। উপস্থিত ছিলেন পুলিশের আধিকারিকরাও । কারণ ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট সজাগ পূর্ব বর্ধমান জেলা পুলিশ। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে স্নিপার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়। পাশাপাশি এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন বস্তা এবং জিনিসপত্রের উপর মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করেন পুলিশের আধিকারিকরা। তাই বলাই চলে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ধমান শহরে নিরাপত্তা ব্যবস্থা বেশ আটোসাটো।