R.B.S.D হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

0
64

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- ক্রীড়া বা খেলাধূলা শিক্ষার অঙ্গ। শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, জয়-পরাজয় সহজ ভাবে গ্রহন করা প্রভৃতি গুন ক্রীড়ার মাধ্যমে অতি সহজে অর্জিত হয়। আর এই গুণগুলো জীবনপথে চলার জন্য খুবই অপরিহার্য। তাই প্রতিবছরের মতো এ বছরও ছাত্রদের নিয়ে বীরভূম জেলার দুবরাজপুর R.B.S.D হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। RBSD হাই স্কুলের নিজস্ব মাঠে এই খেলা শুরু হয়। আজ ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা। এই খেলায় পতাকা উত্তোলন ও মশাল জ্বেলে শুভ সূচনা করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি রামতনু নায়ক, স্কুলের প্রধান শিক্ষক শোভন রায় সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। ১০০ মিটার, ২০০ মিটার, ৬০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প সহ ২৭ টি ইভেন্টে মোট ৫৫০ জন ছাত্র অংশগ্রহণ করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। প্রতিটি ইভেণ্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, এখানে প্রতিবছর খেলাধূলা হয়। কিন্তু এই ক্রীড়া ময়দানে কোনো মঞ্চ ও বাথরূম নেই। তাই একবছরের মধ্যে মঞ্চ ও বাথরূম তৈরি করে দেব।