ভুয়ো শংসাপত্র বাতিলের দাবি।

0
103

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ-  বাতিল করতে হবে ভুয়ো শংসা পত্র। এই দাবিতে বাঁকুড়ায় অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ বাউরী সমাজ উন্নয়ন সমিতির সমাবেশ সভা। বাউরী সমাজের মধ্যে ভুয়ো শংসাপত্রর র জেরে অনেকে পেয়েছেন সরকারি চাকুরি। আবার, অনেকে পেয়েছেন বিভিন্ন সুযোগ সুবিধা। সেই প্রাপকদের শংসাপত্র তদন্ত করে অবিলম্বে তা বাতিল করতে হবে । এই দাবী জানিয়ে গত 25 শে জানুয়ারি বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের পখন্না গ্রাম পঞ্চায়েতের ইঁটেপাড়া মাঠে পশ্চিমবঙ্গ বাউরী সমাজ উন্নয়ন সমিতির এক সমাবেশ অনুষ্ঠিত হয় । তাদের দাবী, সমস্ত ভুয়ো শংসাপত্রর র জন্য উপযুক্ত তদন্ত করে সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সিবিআই তদন্ত হোক। না হলে এই আন্দোলন বৃহত্তর আন্দোলনের রূপ নেবে। এমনটাই জানান তারা।

একটি পদযাত্রার মাধ্যমে এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তাদের সমাবেশ শেষ হয় । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বাউরী সমাজ উন্নয়ন সমিতির রাজ্য সম্পাদক স্বপন কুমার দাস, জেলা সম্পাদক বিশ্বনাথ দাস, ব্লক সভাপতি বাপী বাউরী প্রমুখ।