নিজস্ব সংবাদদাতা, মালদাঃ— আজ ২৬ জানুয়ারি শুক্রবার,৭৫ তম প্রজাতন্ত্র দিবস। সব জায়গায় সাথে সাথে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ডিএসএ ময়দানে মর্যাদার সঙ্গে পালন করা হল প্রজাতন্ত্র দিবস। ঘড়ির কাটায় সকাল নয়টায় সাথে সাথে জাতীয় পতাকা তুললেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এরপর জাতীয় পতাকাতে সম্মান জানান সকলে। শুরু হয় কুচকাওয়াজ।প্রাশসনের বিভিন্ন দফতর থেকে সীমান্ত রক্ষী বাহিনী,জেলা পুলিশ,সিভিল সিভিল ডিফেন্স এছাড়াও শহরের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা।কুচকাওয়াজ আওয়াজের মধ্যে দিয়ে প্রজাতন্ত্র দিবস পালি হয়।শূন্যে ফায়ারিং করেন পুলিশ কর্মীরা। এরপর হুট খোলা গাড়ি করে মাঠ পরিদর্শন করলেন জেলাশাসক ও পুলিশ সুপার। এরপর মাঠ পরিদর্শন ও কুচকাওয়াজে পর জেলাশাসক জেলাবাসীর উদ্দেশে বক্তব্য তুলে ধরেন। তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ ও সুযোগ সুবিধে তুলে ধরলেন।
Home রাজ্য উত্তর বাংলা মালদা জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ডিএসএ ময়দানে মর্যাদার সঙ্গে পালন করা হল...