দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ ২৬ জানুয়ারি সারা ভারতজুড়ে আড়ম্বরের সাথে পালিত হয় ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। ভারত শাসনের জন্য ১৯৩৫ সালে ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে আজকের দিনটি পালন করা হয়।
তাই আজ বীরভূম জেলার সদাইপুর থানার পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিন সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া জাতীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি পুলিশ অফিসাররা গান স্যালুট দেন এবং সকলে মিলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। সবশেষে সদাইপুর থানার থানার পক্ষ থেকে স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এবং পুলিশ কর্মীদের মিষ্টি মুখ করানো হয়।