কোলাঘাট-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সংকেতের উদ্যোগে প্রায় একশ জন মহিলা মাথার চুল দান করে ক্যান্সারে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। ক্যান্সার রোগীদের চিকিৎসায় কেমোথেরাপি চলাকালীন প্রতিক্রিয়া স্বরূপ তাদের অনেক ক্ষেত্রেই মাথার চুল উঠে যায়। পুরুষ বা মহিলা সবার ক্ষেত্রেই ঘন কালো কেশ রূপচর্চার সৌন্দর্যের অন্যতম অংশ। সেই চুল হারানোর পর যে কোন মানুষই স্বাভাবিক ভাবেই হীনমন্যতায় ভোগেন। একরাশ হতাশা গ্রাস করে তাঁদের। যে কারনে ক্যান্সার আক্রান্তদের কথা মাথায় রেখে চুল দান শিবির অনুষ্ঠিত হয়। এই দান করা চুল থেকেই বেশীর ভাগ ক্ষেত্রে পরচুল বানিয়ে ওইসব ক্যান্সার আক্রান্ত পেসেন্টদের দেওয়া হয়। এদিন এই হেয়ার ডোনেট ক্যাম্পে মহিলাদের আগ্রহ ছিল নজরে পড়ার মত। ছাত্রী, গৃহবধূ, শিক্ষিকা থেকে চাকুরী জীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ী মিলিয়ে সমাজের বিভিন্ন স্তরের প্রায় একশো জন মহিলা এদিন মাথার চুল দান করেন।
থ্যালাসেমিয়া আক্রান্ত বড়িশা গ্রামের দীপালী মান্না এদিন তাঁর নিজের মাথার চুল দান করলেন। পাশাপাশি ৯৪ বছর বয়সে নিজেই মরণোত্তর দেহ দানে অঙ্গীকার বদ্ধ হলেন কোলাঘাটের আঙ্গুরবালা সামন্ত।
এদিন এই হেয়ার ডোনেটের সাথে প্রায় ২২ জন মানুষ মরনোত্তর দেহদান অঙ্গীকার শিবিরে মরনোত্তর দেহদানে অঙ্গীকার বদ্ধ হন। পাশাপাশি প্রায় পাঁচশতাধিক দুঃস্থ বয়স্কেদর মধ্যে পাওয়ার ম্যাচিং চশমা বিতরণ করা হয়।
Home রাজ্য দক্ষিণ বাংলা ৯৪ বছর বয়সে নিজেই দেহদানে অঙ্গীকারবদ্ধ হলেন আঙ্গুরবালা সামন্ত, পাশাপাশি ক্যান্সার আক্রান্ত...