পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাম এলাকায় অবস্থিত অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রতিনিয়ত প্রচুর মানুষ এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। দীর্ঘদিন ধরেই অনাময় হাসপাতালের গেটের সামনে অংশটি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পড়েছিল। তাতে সমস্যায় পড়ছিলেন রোগীর আত্মীয় এবং পরিজনরা। তাই তাদের কথা চিন্তা করে বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিক নিজস্ব তহবিল থেকে একটি উচ্চ বাতিস্তম্ভ লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই মতো আজ সন্ধ্যায় এই উচ্চ বাকিস্তম্ভের শুভ উদ্বোধন করেন বিধায়ক নিশীথ কুমার মালিক। এছাড়াও আজকের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক আজাদ রহমান, অনুপ প্রামানিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।