চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন দূর্ঘটনাগ্রস্ত একটি বেসরকারী বাসের প্রায় ৬০ জন যাত্রী।

0
85

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ-  চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন দূর্ঘটনাগ্রস্ত একটি বেসরকারী বাসের প্রায় ৬০ জন যাত্রী। রবিবার দুপুরে বাঁকুড়া জেলার সিমলাপাল শিলাবতী নদী ঘাটের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক ধরে একটি বেসরকারী যাত্রীবাহি বাস লক্ষীসাগর হয়ে খাতড়া যাওয়ার পথে সিমলাপালের শিলাবতী নদীর সেতুর কাছে একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে সেতুর গার্ডওয়াল ভেঙ্গে পাশে বয়ে চলা নদীর দিকে বেশ কিছুটা এগিয়ে যায়। চালক দ্রুততার সঙ্গে বাসটিকে ওই জায়গাতেই দাঁড় করিয়ে ফেললেও আতঙ্কিত হয়ে পড়েন বাস যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিমলাপাল থানার পুলিশ। শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। তবে দিনের ব্যস্ততম সময়ে এই দূর্ঘটনার জেরে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কে যানচলাচল বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয়।

এলাকার মানুষের দাবি, রাজ্য সড়কের উপর সিমলাপালে নদীর এই সেতু দীর্ঘদিনের পূরাণো। সেতু অত্যন্ত সরু হওয়ায় প্রায়শই ছোটো বড় দূর্ঘটনা ঘটে। অবিলম্বে এই সেতুর পরিবর্তে নতুন সেতুর দাবিতে সরব এলাকার মানুষ।