দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- সারা বিশ্বের পাশাপাশি আজ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুরে খতিবে আজম ফাউন্ডেশনের পরিচালনায় এবং খতিবে আজম সমিতি ইসলামপুর শাখার উদ্যোগে মহাসমারোহে পালিত হল মোহাদ্দিসে আজম হিন্দের ৬৪ তম ঊরস মোবারক। এদিন সকালে ঊরস মোবারক উপলক্ষে ঝাণ্ডা উত্তোলন করা হয়। তারপর মাদ্রাসার ছাত্রদের নিয়ে কুলখানি এবং মিলাদে মেহ্ফিল অনুষ্ঠিত হয়। শেষে সকলকে সিন্নি বিতরণ করা হয়। তাছাড়াও দুপুরে ইসলামপুরের সমস্ত পাড়ার কবর খোঁড়ার লোক, সমস্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লি এবং গরীবদের মধ্যাহ্নভোজন করানো হয়। উল্লেখ্য, হজরত সৈয়দ মোহাদ্দিসে আজম হিন্দের মাজার শরিফ রয়েছে উত্তর প্রদেশের কিছৌছা শরীফে। প্রতি বছর এই সময়ে দুবরাজপুরের ইসলামপুর থেকে হাজার হাজার আশরফি সিলসিলার মুরিদরা সেখানে হাজির হোন। কিন্তু এ বছর সেখানে না গিয়ে ইসলামপুরেই পালন করা হয় এই ঊরস মোবারক। কারণ সম্প্রতি সেখানকার পীর সাহেবরা একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজ নিজ গ্রামে এই ঊরস মোবারক পালন করার নির্দেশ দেন। ইসলামপুর সদর মসজিদের পেশ ইমাম হাফিজ আনোয়ার হোসেন আশরফি জানান, এ বছর আমরা কোনো কারণে ঊর্সে মোহদ্দিসে আজম হিন্দে যেতে পারিনি। তাই ইসলামপুরে খতিবে আজম সমিতির উদ্যোগে এবারে জাঁকজমক ভাবে পালন করা হয় মোহাদ্দিসে আজম হিন্দের উরস মোবারক।