দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পদ্মশ্রী সম্মানে ভূষিত না হওয়ায় আশাহত বালুরঘাটের নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়। কিছুদিন আগেই একটি বহুল প্রচলিত সংবাদপত্রে প্রকাশিত হয় বালুরঘাটের নাট্য ব্যক্তিত্ব রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হরিমাধব মুখোপাধ্যায় পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন। এই সংবাদ প্রকাশের পর আশায় বুক বাঁধে হরিমাধব বাবু সহ দক্ষিণ দিনাজপুর জেলাবাসি। তবে পদ্মশ্রী সম্মানের তালিকায় হরিমাধব মুখোপাধ্যায়ের নাম না থাকায় আশাহত জেলাবাসি।
পশ্চিম বাংলায় নাটকের শহর বলে পরিচিত বালুরঘাট শহর। এই শহরে অর্ধশতক বছর ধরে নাটক মঞ্চস্থ করে চলেছেন হরি মাধব মুখোপাধ্যায়। বালুরঘাট কলেজের অধ্যাপক হরি মাধব মুখোপাধ্যায় “তিত্রীথ” নাট্য সংস্থায় দীর্ঘ বছর ধরে নাট্য পরিচালনা ও অভিনয় করে আসছেন। তার অভিনয়ের খ্যাতি সারা রাজ্যেই বিরাজমান। নাট্য ব্যক্তিত্ব হিসেবে তিনি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন। এ বছরে একটি সংবাদ পত্রিকার মাধ্যমে প্রকাশ পায় আগামীতে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন। এরপরেই খুশির হাওয়ায় মেতে ওঠে নাট্য মহল সহ জেলাবাসি। তবে পদ্মশ্রী সম্মান তালিকায় তার নাম না থাকায় আশাহত হন হরি মাধব মুখোপাধ্যায়।
Home রাজ্য উত্তর বাংলা পদ্মশ্রী সম্মানে ভূষিত না হওয়ায় আশাহত বালুরঘাটের নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়।