পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় ক্রিড়া প্রতিযোগিতা আজ সোমবার শুরু হলো কোলাঘাটের কোটিপিপি ময়দানে।

0
82

কোলাঘাট, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় ক্রিড়া প্রতিযোগিতা আজ সোমবার শুরু হলো কোলাঘাটের কোটিপিপি ময়দানে। আগামী কাল পর্যন্ত চলবে প্রাথমিক বিদ্যালয়স্তরের জেলা পর্যায়ের ক্রিড়া প্রতিযোগিতা প্রাথমিক বিদ্যালয়স্তরে অঞ্চল ও ব্লক স্তরে উত্তীর্ণ সফল প্রতিযোগীদের নিয়ে জেলাস্তরীয় খেলার আয়োজন করা হয়। এই জেলাস্তরের সফল প্রতিযোগীরা রাস্তস্তরে স্থান পাবে। এই খেলার আয়োজন করে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক। বিদ্যালয় সংসদ। এদিন এই ক্রিড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি, রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি হাবিবুর রহমন, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়, জেলা পরিসদের মেন্টর অসিত ব্যানার্জী, বিধায়ক তিলক চক্রবর্তী, সুকুমার দে সহ একাধিক বিশিষ্ট জনেরা। আগামী কাল বিকেল পর্যন্ত চলবে জেলা ক্রিড়া প্রতিযোগিতা।