বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় বাপি কর মেমোরিয়াল ক্রিকেট টি-টোয়েন্টি নকআউট প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা শুরু হওয়ার আগে মালদা শহরের ভবানী মোড় থেকে হোয়াইট ইলেভেন ক্লাবের উদ্যোগে শুরু হয় শোভাযাত্রা।

0
61

নিজস্ব সংবাদদাতা, মালদা,২৮ জানুয়ারি : – বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় বাপি কর মেমোরিয়াল ক্রিকেট টি-টোয়েন্টি নকআউট প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা শুরু হওয়ার আগে মালদা শহরের ভবানী মোড় থেকে হোয়াইট ইলেভেন ক্লাবের উদ্যোগে শুরু হয় শোভাযাত্রা।
রবিবার সকাল ১০ টা নাগাদ মশাল জ্বালিয়ে শুরু হয় শোভাযাত্রা। শেষ হয় মালদা রেলওয়ে গ্রাউন্ডে। শোভাযাত্রায় পা মেলান নকআউট ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক কাউন্সিলর বাবলা সরকার, গৌতম দাস, মালদা জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক সমীর ঘোষ, বক্সিং কোচ প্রণব ভট্টাচার্য সহ অন্যান্য প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা। জেলায় খেলার মান উন্নত করার লক্ষ্যে খেলার জন্য হাঁটুন এই স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রার আয়োজন করা হয়। রবিবার দুপুরে মালদা রেলওয়ে গ্রাউন্ডে চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতায় মুখোমুখি হয় মুজাফফরপুর ক্রিকেট একাদশ এবং শিলিগুড়ি ক্রিকেট একাদশ।
বাবলা সরকার ও গৌতম দাস জানিয়েছেন, এলাকার সমস্ত শ্রেণীর মানুষ ও খেলোয়াড়দের নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। খেলার জন্য হাটুন এই স্লোগান সামনে রেখে শোভা যাত্রার আয়োজন করা হয়। ছেলেমেয়েরা যাতে মাঠমুখী হয় এই উদ্দেশ্যে সকল শ্রেণীর মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।