রাজ্য সরকারের নির্দেশে বিজ্ঞান প্রদর্শনী মেলা হওয়ায় বিজ্ঞানে ঝোঁক বাড়াচ্ছেন বর্তমান প্রজন্ম, ছাত্র- যুব বিজ্ঞান মেলায় বললেন মন্ত্রী অখিল গিরি।

0
85

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে নিমতৌড়িতে জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত হলো পূর্ব মেদিনীপুর জেলা ছাত্র- যুব বিজ্ঞান মেলা ২০২৪। মেলা চলবে ২৯ ও ৩০ শে জানুয়ারী দুই দিন ধরে।
আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের জেলা যুব করণ, পূর্ব মেদিনীপুর যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর,। বর্তমান ছাত্র-যুব সমাজের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানসিক দৃঢ়তা ও সৃষ্টিশীল চিন্তা ধারার উন্মেষ ঘটানো সহ অন্ধ বিশ্বাস ও কুসংস্কার দূরীকরণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই পূর্ব মেদিনীপুর জেলা ছাত্র-যুব বিজ্ঞান মেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি রাজস্ব বৈভব চৌধুরী, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ও স্থায়ী সমিতি কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য সহ একাধিক আধিকারিকগন। পূর্ব মেদিনীপুর জেলায় ২৫ টি ব্লক থেকে একটি করে স্কুল, ৫টি পৌরসভা থেকে ৫টি স্কুল মোট ৩০ টি স্কুল অংশগ্রহণ করে এই মেলায়। আগে স্কুলে বাৎসরিক অনুষ্ঠানে এই ধরনের কোন বিজ্ঞান চর্চা নিয়ে প্রদর্শনী হতো না এখন রাজ্য সরকারের নির্দেশে এই ধরনের বিজ্ঞান প্রদর্শনী হওয়ায় বর্তমান প্রজন্ম বিজ্ঞানের দিকে অনেকটাই ঝোঁক বাড়াচ্ছে এমনটাই জানান রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি।