শহর বর্ধমানের রাজনন্দিনী কাপ ক্রিকেট টুর্নামেন্টে ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।

0
139

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- প্রতিবছর শহর বর্ধমানের মালির অনুষ্ঠিত হয় রাজনন্দিনী কাপ। এই রাজনন্দিনী কাপ নিয়ে বর্ধমান বাসীর মধ্যে থাকে উদ্দীপনা। কারণ প্রতিবছর শুধুমাত্র ভারতীয় ক্রিকেটাররা নয় দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেটারদের এই মাঠে হাজির করা হয়। কপিল দেব, গৌতম গম্ভীর, ব্রান লারা, ক্রিস গেইলের মতো আন্তর্জাতিক ক্রিকেটাররাও এই রাজনন্দিনী কাপের ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত হয়েছেন। এবছরও বর্ধমান শহরবাসীর জন্য চমক ছিল। আজ এই খেলার মাঠে উপস্থিত হয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। তাকে এক ঝলক দেখার জন্য প্রচুর সংখ্যক ক্রিকেটপ্রেমী মানুষরা উপস্থিত হয়েছিলেন আজ মালির মাঠে।সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিখ্যাত ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান বলেন, এখানে এসে আমার খুব ভালো লাগছে। বর্ধমান বাসীর প্রচুর ভালোবাসা পেয়েছি। আমি চাই এই ভাবেই ক্রিকেট টুর্নামেন্ট চলতে থাকুক আরো ভালো ভালো ক্রিকেটার ভারত জাতে উপহার পায়।